Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাজ সেবা অফিস

০১.

(ক) ক্ষুদ্রঋণ সেবা :

বিভিন্ন প্রকল্প গ্রামে লক্ষ্যভুক্ত দরিদ্র জনগোষ্টির মধ্যে আয়বর্ধক ক্ষুদ্রঋণ বিতরন করা হয়। যাহা একটি গ্রামে গ্রাম কমিটি গঠন, দল গঠন এবং ঐ দলের সদস্য হতে হবে। তারপর উপজেলা সমাজসেবা কার্যালয় হতে নির্দিষ্ট ঋণ পাওয়ার আবেদন ফরম সংগ্রহ করে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর গ্রাম কমিটির রেজুলেশনের মাধ্যমে সুপারিশসহ আবেদন করিলে ঋণ সেবা পেতে পারেন। যাহা ১০% সার্ভিস চার্জসহ ফেরৎ যোগ্য।

(খ) ক্ষুদ্রঋণ সেবা (প্রতিবন্ধী) :

সিভিল সার্জন দ্বারা পরীক্ষিত কোন দরিদ্র প্রতিবন্ধী ঋণ সেবা পেতে পারবেন, উপজেলা সমাজসেবা কার্যালয় হইতে আয়বর্ধক ঋণ পাওয়ার আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করিলে ঋণ সেবা পেতে পারেন । যাহা ৫% সার্ভিস চার্জসহ ফেরৎ যোগ্য।

০২.

ভাতা কার্যক্রম সেবাঃ

(ক) বয়স্ক ভাতা: সর্বনিম্ন ৬৫(পঁয়ষট্টি) বছর বয়স হলে, অসহায় দরিদ্র পুরুষ/মহিলাদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়। যাহা প্রতিটি ইউনিয়নে প্রথমে ওয়ার্ড কমিটি দ্বারা বাছাই এবং তাহা পি,আই,সি সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা হয়।

(খ) বিধবা ভাতা :

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ অসহায় দরিদ্র মহিলাদের মাঝে বিধবা ভাতা প্রদান করা হয়। যাহা প্রতিটি ইউনিয়নে প্রথমে ওয়ার্ড কমিটি দ্বারা বাছাই এবং তাহা পি,আই,সি সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা হয়।

(গ) প্রতিবন্ধী ভাতা :

প্রতিবন্ধী দুঃস্থ অসহায় দরিদ্রদের মাঝে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয় যাহা প্রতিটি ইউনিয়নে প্রথমে ওয়ার্ড কমিটি দ্বারা বাছাই এবং তাহা পি,আই,সি অনুমোদনের পর ভাতা প্রদান করা হয়।

(ঘ) মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা :

উপজেলা সমাজসেবা কার্যালয় হইতে নির্দিষ্ট ভাতা আবেদন ফরম সংগ্রহ করে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হবে। যাহা উপজেলা পি,আই,সি সভায় অনুমোদন করার পর উক্ত রেজুলেশন জেলা প্রশাসকের সমন্বয় সভায় পাশ করার পর ভাতা পেতে পারেন।

০৩.

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানঃ

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহকে নিবন্ধন প্রদান করি এবং নিবন্ধনকৃত সংস্থাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নের জন্য অফেরতযোগ্য ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়।

০৪.

বেসরকারি এতিম খানাঃ

বেসরকারি এতিমখানা সমূহকে নিবন্ধন প্রদান করা হয় এবং পিতৃ-মাতৃহীন অসহায় ছেলে-মেয়েদের লেখাপড়া ও ভরন-পোষনসহ স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার কর্তৃক বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়।

০৫.

বয়স্ক শিক্ষাঃ

উপজেলার বিভিন্ন গ্রামে গণ মিলনায়তন কেন্দ্র আছে ঐ কেন্দ্র এলাকার বয়স্ক পুরুষদের একত্রিত করে আমাদের কর্মী দ্বারা স্বাক্ষর জ্ঞান প্রদান করা হয়।

০৬.

বৃক্ষরোপনঃ

সমাজসেবা বিভাগ দ্বারা পরিচালিত নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যুবকদের মাধ্যমে প্রতিবছর বর্ষাকালীন সময়ে বৃক্ষ রোপন করা হয়।

০৭.

পরিবার পরিকল্পনাঃ

অত্র উপজেলায় ৩০টি মাতৃকেন্দ্র আছে, প্রতিটি কেন্দ্রে ২০ থেকে ৩০ জন করে সদস্যা আছে। তাহাদের সপ্তাহে ১দিন করে পরিবার পরিকল্পনা বিষয়ে জ্ঞান দান করা হয়।

০৮.

নারী ও শিশু পাচার রোধ কার্যক্রমঃ

উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীন উপজেলার ১১৯টি গ্রাম কমিটি আছে,উক্ত গ্রাম কমিটির মাধ্যমে নারী ও শিশু পাচার রোধ সর্ম্পকে এলাকার জনগোষ্ঠীকে জ্ঞান দান করা হয়।

০৯.

যৌতুক বিরোধী কার্যক্রমঃ

সমাজসেবা বিভাগ দ্বারা পরিচালিত বিভিন্ন গ্রামে গ্রাম কমিটি ও মাতৃ কেন্দ্র আছে। ঐ সকল কেন্দ্রে এলাকার জন গোষ্ঠীকে একত্রিত করে যৌতুক বিরোধী কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্ভুদ্ধ করা হয়।

১০.

কারারুদ্ধ শিশু কিশোর মুক্তি দেওয়া কার্যক্রমঃ

১৮ বছর বয়সে যে সকল কিশোর/কিশোরী কোন না কোন কেসে পড়ে সাজা প্রাপ্ত হয়ে কারারুদ্ধ হলে তাদেরকে জামিনে মুক্ত করে কিশোর সংশোধনী প্রকল্পে ভর্তি করে তাদের লেখাপড়া কারিগরী প্রশিক্ষণ দেওয়া হয়।

বিস্তারিত তথ্য:  উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। 

ফোন : ০৩১-২৬০১৫১৫