Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নাঙ্গলমোড়া হাটহাজারীর উত্তর পূর্ব প্রান্তে হালদা নদীর তীরে একটি গ্রাম। ১৯৭৩ সনে ইউনিয়ন পরিষদের মর্যাদা লাভ করে। প্রাচীনকালে হালদা নদীতে একটি সমুদ্রগামী জাহাজের নোঙ্গল পাওয়া গিয়েছিল। অনেকের ধারণা নোঙ্গল হতে নাঙ্গলমোড়া গ্রামের উৎপত্তি হয়েছে। ১৯৭২ সন পর্যন্ত লাঙ্গমোড়া ওমানমর্দন ইউনিয়নের একটি ওয়ার্ড ছিল এবং বর্তমানে গুমানমর্দন ইউনিয়ন অফিস নাঙ্গলমোড়ায় অবস্থিত ছিল। নাঙ্গলমোড়া হাটের এক নাম চৌধুরী হাট। এখানে আরো উল্লেখ যে, প্রাচীন কালে বর্তমান হালদা নদী বেশ প্রশস্ত ও গভীর ছিল। বড় বড় বাণিজ্যিক ও যাত্রী বাহি জাহাজ এই নদী দিয়ে যাতায়ত করত। কোন এক সময় এক বিরাট জাহাজের নোঙ্গর এই নদীতে ছিড়ে পড়ে যায়। নদী ক্রমশ ভরাট হওয়ার কারণে স্থানীয় জনগণ ছিড়ে যাওয়া নোঙ্গরের খোঁজ পায় কিংবা মাটি খননের সময় নজরে আসে। সেহেতু প্রাপ্ত নোঙ্গর দেখার জন্য প্রতিদিন বহু লোকের সমাগন হত। পরস্পর জানাজানি ও পরিচিতি হিসাবে নোঙ্গল থেকে লোকমুখে নাঙ্গল পরে নাঙ্গলমোড়া নামের উৎপত্তি।

নাঙ্গল মোড়া ইউনিয়ন পরিষদঃ

জনসংখ্যা- ৮৮২৫ জন

পুরুষ- ৪৫৩১ জন

মহিলা- ৪২৯৪ জন

আয়তন- ১.৮৭ বর্গ কি. মি.

শিক্ষার হার- ৬৯%

মৌজার সংখ্যা- ১ টি ( নাঙ্গলমোড়া, ৪৬২ একর )

যোগাযোগ ব্যবস্থাঃ

১। কাঁচা রাস্তা- ২ কি মি

২। পাকা রাস্তা- নাই

৩। ব্রিকসলিং- ৪ কি মি

দর্শনীয় স্থানঃ হালদা নদী

প্রখ্যাত ব্যক্তিঃ

১। অধ্যক্ষ আবুল কালাম  ( গাছ বাড়িয়া সরকারী কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম )

২। অধ্যাপক নুরুল হুদা ( চেয়ারম্যান চট্টগ্রাম শিক্ষা বোর্ড )

৩। শফিউল আলম ( অবঃ যুগ্ন সচিব, সংস্থাপন মন্ত্রণালয়, ঢাকা )

৪। আনোয়ারা বেগম  ( যুগ্ন সচিব, সংস্থাপনমন্ত্রণালয়, ঢাকা )

৫। সিরাজুল ইসলাম চৌধুরী ( শিল্পপতি )

৬। নুরুল ইসলাম ( পরিচালক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড )

৭। নুরুল আজম চৌধুরী ( স্বত্বাধিকারী, জেন্টল পার্ক )

৮। শফিউল আলম ( স্বত্বাধিকারী, রাজধানী হোটেল, ঢাকা )

হাট-বাজারঃ নাঙ্গলমোড়া বাজার

গ্রাম আদালতঃ কার্যক্রম নাই

খাল ও নদীঃ হালদা নদী

উপ-সহকারী কৃষি কর্মকর্তাঃ নয়ন বড়ুয়া, মোবাইল- ০১৯৩৮০১৮২১৯

সার ডিলারঃ নাই

খাদ্য উৎপাদন - ২৯০ মে. টন

ইউনিয়ন ভূমি অফিসঃ সরকার হাট, মির্জাপুর, হাটহাজারী, চট্টগ্রাম ।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, হাসপাতাল/ স্বাস্থ্য কেন্দ্র: ১ টি ।

রেজিস্টার্ড ডাক্তার: ৩ জন ।

স্বাস্থ্য কর্মীর সংখ্যা- ৬ জন ।

সমাজ সেবাঃ মোহাম্মদ ওবাইদুল আকবর (ইউনিয়ন সমাজ কর্মী), মোবাইল- ০১৮১৯৬২৩৫২৭

মসজিদ-   ১২ টি

ঈদগাহ- ৭ টি

কবরস্থান -  ৩৭ টি

মন্দির - ১ টি

বেসরকারি প্রতিষ্ঠানঃ

১। ব্যাংক - ১ টি

 (স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড)

২। এনজিও - ৩ টি

 ( ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, গ্রামীণ )

সংঘঠনঃ

১। ক্রীড়া সংঘঠন - ৯ টি

২। পেশাজীবী সংঘঠন - ৫ টি

সুবিধা ভোগীদের তালিকাঃ

১। হতদরিদ্রের তালিকা -৬০০ জন

২। মুক্তিযোদ্ধা ভাতা - 

৩। প্রতিবন্ধী ভাতা - ৪১ জন

৪। বিধবা ভাতা - ১৩০ জন

৫ বয়স্ক ভাতা - ২৬৩ জন

আয়তন-  ৪৬২ একর/০.৭২১ বর্গ মাইল/ ১.৮৭ বর্গ কিলোমিটার