Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নাঙ্গলমোড়ার স্ট্রবেরী
বিস্তারিত

স্ট্রবেরী আমাদের দেশে ভিটামিন “সি” সমৃদ্ধ একটি নুতন ফল ফসল (Fruit crop)। বাংলাদেশে এই ধরনের মাঠ ফসলের চাষের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া এবং চিকনদন্ডী ইউনিয়নে গত দুই বছরে কয়েকজন চাষী সৌখিনভাবে স্ট্রবেরীর চাষাবাদ শুরু করেন এবং তারা বেশ লাভবান হন। মাঠের প্রকৃতি এবং জলবায়ুর কথা বিবেচনা করলে হাটহাজারী উপজেলার নদী সংলগ্ন ইউনিয়নসমূহে যে পলিবাহিত বেলেমাটি রয়েছে সেখানে স্ট্রবেরীর চাষাবাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। গত বছর প্রায় ১ (এক) একর জমিতে নাঙ্গলমোড়া ইউনিয়নের একজন চাষী স্ট্রবেরীর চাষ করে বেশ লাভবান হন। শিক্ষিত বেকার যুবকেরা এর উপর প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে স্বাবলম্বী হওয়ার প্রচুর সুযোগ রয়েছে।